বগুড়ার যুবক সিরাজগঞ্জে খুন
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরকাদাহ নামকস্থানে শনিবার রাতে যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি আব্দুল জলিল (তদন্ত) জানান, বগুড়ার ধুনট উপজেলার দাসপাড়া গ্রামের অনিল চন্দ্র দাসের ছেলে অসীম কুমার দাস (২৫) শনিবার সন্ধ্যা রাতে নিখোঁজ হয়। সকালে উক্ত স্থানে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/আরএ/এসবি/সা/জানুয়ারি ১৯, ২০১৪)