চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
চুয়াডাঙ্গা সংবাদদাতা : জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর সীমান্তের ৯৬ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে রবিবার দুপুরে ঘণ্টাব্যাপী এ বৈঠক চলে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের মুজিবনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবু তাহের ও ভারতের পক্ষে নদীয়া জেলার চাপড়া থানার ১১৩নং ব্যাটালিয়নের গোংরা বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস আই পিসি ছিদধন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস.এম. মনিরুজ্জামান এ পতাকা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
(দ্য রিপোর্ট/আরআর/এসকে/সা/জানুয়ারি ১৯, ২০১৪)