ঝিনাইদহ সংবাদদাতা : একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ডাকায় ঝিনাইদহ পৌর এলাকায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে স্থানীয় প্রশাসন মাইকিং করে এ ঘোষণা দেয়।

ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন জনান, উভয় দল একই সময়ে একই এলাকায় সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বুধবার রাতেই পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহ জেলা প্রশাসক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার শহরে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয় জেলা বিএনপি। একই সময় আওয়ামী লীগের পক্ষ থেকে হরিণাকুণ্ডু উপজেলায় বিএনপি নেতা হত্যার পর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। প্রধান দুই দলের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় বিএনপিসহ ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হওয়ার কথা। কিন্তু পরিকল্পিতভাবে এ সমাবেশ বানচাল করতে আওয়ামী লীগ একই সময়ে একই এলাকায় মিছিল-সমাবেশের ঘোষণা দিয়েছে। তিনি ১৪৪ ধারা জারির নিন্দা জানান।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ৩১, ২০১৩)