দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ জানিয়েছেন, ক্ষমতা থেকে পিছু হটার কোনো ইচ্ছা তার নেই। এই ইস্যু ছাড়াও জেনেভার শান্তি আলোচনা চলতে পারে। খবর বিবিসির।

দামেস্কে রাশিয়ার সংসদ সদস্যদের সঙ্গে আলোচনাকালে রবিবার তিনি এ কথা বলেন। এ সময় আত্মসমর্পণের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের যদি আত্মসমর্পণের ইচ্ছা থাকত তবে শুরুতেই তা করতাম।’

আগামী সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভায় সরকার, বিরোধী পক্ষ ও পশ্চিমা কূটনীতিকদের নিয়ে শান্তি আলোচনা হতে যাচ্ছে। ইতোমধ্যে দেশটিতে গৃহযুদ্ধে এক লাখ মানুষ নিহত হয়েছে এবং আরও ১০ লাখ মানুষ গৃহচ্যুত হয়েছে।

শুরুতেই বিরোধীপক্ষ দাবি করেছিল, প্রেসিডেন্ট আসাদের পদত্যাগের শর্তে তারা আলোচনায় যেতে রাজি। তবে পক্ষ ত্যাগ করা বিরোধী দলের একাংশ সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল শনিবার জানায়, তারা আলোচনায় অংশগ্রহণ করবে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এসকে/সা/জানুয়ারি ১৯, ২০১৪)