দ্য রিপোর্ট প্রতিবেদক : নাটোরের পলাশ হত্যা মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাই কোর্ট।

আদালতে দুলুর পক্ষে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

আদালতে দুলুর পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম।

২০১২ সালের ৮ ডিসেম্বর রাতে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদারের নাটোরের বাসার সামনে গুলিবিদ্ধ হন শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ কর্মকার। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

ওই ঘটনায় জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোর্তুজা আলী একটি মামলা করেন। এই মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস দুলুকে গ্রেফতার করে পুলিশ।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/সা/জানুয়ারি ১৯, ২০১৪)