চুয়াডাঙ্গায় গৃহবধূ হত্যা, স্বামী-শাশুড়ি পলাতক
চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদার রামনগরে যৌতুকের দাবিতে মেরী খাতুন (২১) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর স্বামী-শাশুড়িসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
রবিবার ভোরে ওই গৃহবধূকে তাকে হত্যা করা হয়। নিহত মেরী খাতুন দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের রনি মিয়ার স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের রনি মিয়া তার স্ত্রী মেরীকে দেড় লাখ টাকার জন্য চাপ দেয়। মেরী টাকা আনতে অস্বীকার করায় তার স্বামী রনি মিয়া ও শাশুড়ি রেনু বেগম তাকে শারীরিক নির্যাতন করে। এরপর তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা পালিয়ে যায়। সকালে এলাকাবাসী তার লাশ দেখে পুলিশকে খবর দেয়।
নিহত গৃহবধূর বাবা আয়ুব আলী জানান, বিয়ের পর থেকে প্রায়ই তার জামাতা রনি যৌতুকের টাকা দাবি করে আসছিল। টাকা দিতে না পারায় তার মেয়েকে হত্যা করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব জানান, নিহতের বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেছে। মেরী খাতুনের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(দ্য রিপোর্ট/আরআর/এসবি/সা/জানুয়ারি ১৯, ২০১৪)