কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৬
কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত জোটের আরও ৩৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার বিভিন্ন উপজেলায় শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে গত ১২ দিনে কুড়িগ্রামের নয় উপজেলা থেকে ৩শ’ ৭৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা ও নাশকতার আশঙ্কায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলায় অভিযুক্ত বলেও জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডু জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
(দ্য রিপোর্ট/জেআই/এসকে/এনআই/জানুয়ারি ১৯, ২০১৪)