‘সাম্প্রদায়িক হামলা করে কেউ রেহাই পাবে না’
ঠাকুরগাঁও সংবাদদাতা : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, সাম্প্রদায়িক হামলা করে কেউ রেহাই পাবেনা। যেখানেই সাম্প্রদায়িক সন্ত্রাস হবে সেখানেই পৌঁছে যাবে গণজাগরণ মঞ্চ।
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ও সাম্প্রাদয়িক সন্ত্রাস প্রতিরোধের ৩ দফা দাবি নিয়ে গণজাগরণ মঞ্চের শুক্রবার থেকে শুরু হওয়া ৩ দিনের ঢাকা-ঠাকুরগাঁও রোডমার্চের শেষ দিনে রবিবার ঠাকুরগাঁর গড়েয়া গোপালপুর মাঠে এক সমাবেশে এ সব কথা বলেন তিনি।
এদিন দিনাজপুর হয়ে বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় পৌঁছে গণজাগরণ। সেখানে আয়োজিত সমাবেশে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ১৯৪৬ সাল থেকে দেশের যেখানেই সাম্প্রদায়িক সংঘাত হয়েছে প্রত্যেকটি ঘটনার জন্য দায়ী জামায়াত।
ইমরান এইচ সরকার আক্রান্তদের উদ্দেশে বলেন, দেশের মুক্তিযুদ্ধের সপক্ষের প্রতিটি বিবেকবান মানুষ আপনাদের পাশে আছেন।
তিনি গণজাগরণ মঞ্চের রোডমার্চে হামলাকারীদের উদ্দেশে বলেন, বোমা হামলা করে গণজাগরণের কর্মসূচি বন্ধ করা যাবেনা।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র সাম্প্রদায়িক সন্ত্রাস দমনের জন্য কঠোর আইন ও আক্রমণকারীদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।
সমাবেশে আরো বক্তব্য দেন, লাকি আক্তার, মুক্তিযোদ্ধা জসিয়ার রহমান ও মোশারুল ইসলাম।
(দ্য রিপোর্ট/এনএইচ/এসবি/এনআই/জানুয়ারি ১৯, ২০১৪)