ইউক্রেনে নিষেধাজ্ঞার প্রতিবাদে লাখো জনতা
দ্য রিপোর্ট ডেস্ক : প্রতিবাদী জনসমাগম বিরোধী নতুন আইনের প্রতিবাদে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিক্ষোভ প্রদর্শন করেছেন ইইউপন্থি লাখো জনতা। খবর বিবিসির।
ঠাণ্ডায় জমে যাওয়ার মতো তাপমাত্রাকে উপেক্ষা করে বিক্ষোভকারীরা শহরটির ইন্ডিপেন্ডেন্ট স্কয়ারে জমায়েত হন। হেলমেট পরার নিষেধাজ্ঞাকে উপহাস করে তারা বিভিন্ন ধরনের খেলার পাত্র ও ছাকনি পরে আসেন।
সরকারদলীয় সংসদ সদস্যরা বৃহস্পতিবার নতুন আইনটির প্রতি সমর্থন জানিয়েছে। প্রেসিডেন্টের সমর্থনের পরপরই এটি আইনে পরিণত হবে। এদিকে, বিরোধীপক্ষ অভিযোগ করেছে, সরকার সামরিক শাসকদের মতো আচরণ করছে।
নতুন আইন অনুযায়ী, পাবলিক প্লেসে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাবু টাঙ্গানো, মঞ্চ বানানো বা মাইক বাজানো নিষিদ্ধ। অন্যান্য নিষেধাজ্ঞার সঙ্গে এই আইন মুখোশ বা হেলমেট পরা প্রতিবাদকারীদের আটক করার অনুমতি দিয়েছে।
এতে আইন অমান্যকারীদের জন্য জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। অন্য একটি বিলে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলার জন্য এক বছরের সংশোধনমূলক শ্রমের বিধান রাখার সুপারিশ করা হয়।
নতুন আইনটি নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এসকে/সা/জানুয়ারি ১৯, ২০১৪)