দুই শিল্পগুরুর চিত্রকর্ম প্রদর্শনীর সময়সীমা বাড়ল
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানের সময়সীমা বাড়ানো হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
শতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশের দুই পথিকৃৎ শিল্পী জয়নুল আবেদীন ও কামরুল হাসানের বাছাইকৃত ১০০টি শিল্পকর্মের বিশেষ প্রদর্শনী চলছে জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে।
প্রদর্শনী শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এ ছাড়া শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
(দ্য রিপোর্ট/এমএ/কেএম/সা/জানুয়ারি ১৯, ২০১৪)