কেজরিয়ালকে অপহরণ করবে মুজাহিদীন!
দ্য রিপোর্ট ডেস্ক : দিল্লির পুলিশ জানিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে অপহরণের পরিকল্পনা করেছে মুজাহিদীন নামের একটি দল। খবর এনিডিটিভির।
মুজাহিদীনের শীর্ষ নেতা ইয়াসিন বাতকাল ২০১৩ সালে গ্রেফতার হয়। দলটি তাকে মুক্ত করতে কেজরিওয়ালকে অপহরণের পরিকল্পনা করেছে বলে জানিয়েছে পুলিশ।
কেজরিওয়াল এক টুইট বার্তায় জানান, এক পুলিশ কর্মকর্তা তার সঙ্গে বিকেলে দেখা করে হুমকির বিষয়টি অবহিত করেন।
এদিকে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) পুলিশের বরাত দিয়ে হুমকির বিষয়টি প্রকাশ করেছে। এরই পরিপ্রেক্ষিতে কেজরিওয়ালকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে। যদিও এর আগে তিনি বারবার নিরাপত্তার বিষয়টি অগ্রাহ্য করে আসছেন। তিনি বলেন, ‘জীবন নিয়ে আমি ভীত নই।’
ভিআইপিদের নিরাপত্তার চেয়ে আম আদমি পার্টি বারবার পুলিশের সাধারণ দায়িত্বকে গুরুত্ব দেওয়ার কথা বলে আসছে।
(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এসেক/জানুয়ারি ১৯, ২০১৪)