পাবনা সংবাদদাতা : পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামে সন্ত্রাসী হামলার শিকার ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংগঠন ‘বাঁচতে চাই’এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এ্সোসিয়েশনের (সিডিএ) ।

রবিবার সন্ধ্যায় এ উপলক্ষে ক্ষতিগ্রস্ত হিন্দু পল্লীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে কম্বল বিতরণ করেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, পাবনা রোটারি ক্লাব অব নিউসিটির প্রেসিডেন্ট প্রভাষ চন্দ্র ভদ্র, প্রেস ক্লাবের সহ-সভাপতি কামাল সিদ্দিকী, এসএ টিভির পাবনা প্রতিনিধি কলিট তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘বাঁচতে চাই’র পরিচালক আব্দুর রব মন্টু।

শীতবস্ত্র পেয়ে খুশির ঝিলিক দেখা গেছে হামলার শিকার ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের বৃদ্ধ, নারী-পুরুষদের চোখে মুখে।

উল্লেখ্য, এর আগে জেলার আটঘরিয়া উপজেলার লক্ষীপুর গ্রামে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার পরিবারের সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করে সংগঠনটি।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/জানুয়ারি ১৯, ২০১৪)