দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শ্যামপুর থানার পূর্ব জুরাইন নতুন রাস্তায় ককটেল বিস্ফোরণে আলো আক্তার (২৭) নামে এক নারী আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আলো আক্তারের বাসার বাড়িওয়ালা ইভা আলম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) নিয়ে আসেন।

আলো আক্তার জানান, তার বাসা কদমতলী পূর্ব জুরাইন ৬৬৭নং বাসায়। পূর্ব জুরাইনে একটি স্টিলের কারখানায় সে কাজ করে। কারখানায় কাজ শেষে বাজার করে বাসায় ফেরার পথে রাস্তায় পড়ে থাক একটি ককটেলে ওপর পা পড়লে সেটি বিস্ফোরিত হয়। এতে আহত হন আলো আক্তার। ককটেলের স্পিন্টার তার বাঁ হাতে, ডান পায়ে ও মুখে বিদ্ধ হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করেন।

কদমতলী থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্টকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে এটি করেছে খতিয়ে দেখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এসআর-কেজেএন/জেএম/জানুয়ারি ১৯, ২০১৪)