বার্সার পয়েন্টে ভাগ বসালো লেভান্তে
দ্য রিপোর্ট ডেস্ক : স্পেনের লা লিগায় সোমবারের খেলায় সুবিধা করতে পারেনি বার্সেলোনা। প্রতিপক্ষ লেভান্তের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গেরার্দো মার্তিনোর দল।
লেভান্তের মাঠে শুরুটাই ভালো হয়নি বার্সার। খেলার ১০ মিনিটেই গোল হজম করেছে কাতালানরা। নিশানা ভেদ করেছেন ভাইন্ত্রে। অবশ্য গোল হজমের পরই আক্রমণে গেছে বার্সা। আর ১৯ মিনিটে সমতায় ফিরেছে দলটি। জালে বল জড়িয়েছেন পিকে। বলের যোগান দিয়েছেন জাভি।
প্রথমার্ধে ১-১ গোলের সমতায় নিয়েই বিরতিতে গেছে ২ দল। বিশ্রামের পর আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও ব্যবধানে কোনো পরিবর্তন হয়নি। প্রতিপক্ষের রক্ষণদুর্গকে ফাঁকি দিয়ে গোল আদায়ে চেষ্টার কমতি ছিল না মেসিদের। শত চেষ্টার পরও লেভান্তের রক্ষণব্যুহ ভেদ করতে পারেনি মার্তিনোর শিষ্যরা। তাই ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
এ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সা। তাদের পরেই আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ (৫০ পয়েন্ট)।
(দ্য রিপোর্ট/সিজি/জানুয়ারি ২০, ২০১৪)