বিচারপতি হাবিবুর রহমান স্মরণে মৃত্যুহীন প্রাণ
দ্য রিপোর্ট ডেস্ক : সদ্যপ্রয়াত সাবেক প্রধান বিচারপতি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, গবেষক, লেখক, শিক্ষাবিদ, আইনজীবী, রবীন্দ্র বিশেষজ্ঞ, ভাষাসৈনিক, অভিধান প্রণেতা মুহাম্মদ হাবিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ টিভি নির্মাণ করেছে এক বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘মৃত্যুহীন প্রাণ’।
অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করবেন জিল্লুর রহমান সিদ্দিকী, ড. কামাল হোসেন এবং ড. জামিলুর রেজা চৌধুরী।
আহমেদ রফিকের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।
(দ্য রিপোর্ট/আইএফ/জেএম/জানুয়ারি ১৯, ২০১৪)