দ্য রিপোর্ট ডেস্ক : মিসরের উৎখাত হওয়া প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিসহ আরও ২৪ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানায়। গত জুলাই মাসে উৎখাত হওয়ার পর এ নিয়ে চারটি অভিযোগের সম্মুখীন হতে হলো মুরসিকে।

রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, মুরসিসহ আর ২৪ জনকে আদালত অবমাননার অভিযোগ মোকাবেলা করতে হবে। এদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, সামাজিক কর্মী ও আইনজীবি।

আগামী ২৮ জানুয়ারি একটি মামলায় মুরসিকে আদালতে হাজির করানোর কথা।

ক্ষমতায় থাকাকালে জনসমাবেশে বক্তৃতায় এক বিচারকের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে মুরসিসহ ২৪ জনকে আদালত অবমাননার অভিযোগের সম্মুখীন হতে হচ্ছে।

গত শনিবার গণভোটে নতুন সংবিধানের পক্ষে শতকরা ৯৮ ভাগেরও বেশি বলে দাবি করেছে দেশটির বর্তমান সামরিক সরকার। গণভোটের ঠিক একদিন পরই মুরসির বিরুদ্ধে নতুন এই অভিযোগ আনা হলো।

উল্লেখ্য, মুরসির মুসলিম ব্রাদারহুড এ গণভোটে অংশ নেয়নি।

(দ্য রিপোর্ট/জেএম/জানুয়ারি ২০, ২০১৪)