দ্য রিপোর্ট ডেস্ক : ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় দুইজন মারা গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বন্যায় কমপক্ষে চার হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মৃত দুইজনের মধ্যে একজন বাড়ির নিচতলায় আটকে পড়ে এবং অপরজন তার গাড়িসহ ভেসে গিয়ে মারা যান।

বন্যায় একজন নিখোঁজ রয়েছেন বলেও জানায় স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় কর্মকর্তা লরেন্ট কেরেল জানান, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। অবস্থা খুব খারাপ এবং আজ (রবিবার) রাতের মধ্যেই তা ভাল হচ্ছে না।

বন্যার কারণে রবিবারের মধ্যে ১৫৫ জনকে হেলিকপ্টার ও নৌকার মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী জ্যাঁ-মার্ক অ্যারল্ট সোমবার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাবেন বলে কর্তৃপক্ষ জানায়।

(দ্য রিপোর্ট/জেএম/জানুয়ারি ২০, ২০১৪)