বেনাপোল সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা তিন দিনের হরতালের কারণে বেনাপোল স্থলবন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ঘাটতি রয়েছে ১৮ কোটি টাকা।

শুল্ক বিভাগের প্রোগ্রাম কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, তিন দিনে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৩০ কোটি টাকা। কিন্তু সেখানে আদায় হয়েছে মাত্র ১২ কোটি টাকা। ফলে ঘাটতি রয়েছে ১৮ কোটি টাকা।

হরতালের প্রথম দুদিনে রাজস্ব আদায় হয়েছে মাত্র দুই কোটি দুই লাখ টাকা। হরতালের তৃতীয় দিন আদায় হয়েছে ১০ কোটি চার লাখ ৯১ হাজার ৫৩ টাকা।

হরতালের আগের দিন ১০ কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেট থাকলেও আদায় হয়েছিল মাত্র ৬৮ লাখ ৮৬ হাজার টাকা।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এমএআর/অক্টোবর ৩১, ২০১৩)