জয়পুরহাট সংবাদদাতা : নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে ১৮ দলের আধাবেলা হরতাল চলছে। সোমবার ভোর ৬টা থেকে উপজেলার সব রুটে বাস-ট্রাক বন্ধ থাকলেও লোকাল যান চলাচল করছে। তবে দোকানপাট বেশির ভাগ বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে শহরের কোথাও পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি হরতাল সমর্থকদের।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ১৮ দলের সমন্বয়ক ফজলুর রহমান, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর মণ্ডল ও জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান জানান, পাঁচবিবিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৮ দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে এবং উপজেলা বিএনপি অফিস পুড়িয়ে দিয়েছে অথচ ১৮ দলের নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদে সোমবার আধাবেলা হরতাল ডাকা হয়েছে এবং পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার আশঙ্কায় রবিবার রাতে ১৩ জনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার হামিদুল আলম দ্য রিপোর্টকে জানান, এ মুহূর্তে জেলার আইনশৃঙ্খলা ভালো রয়েছে।

(দ্য রিপোর্ট/এএ/এএস/শাহ/জানুয়ারি ২০, ২০১৪)