রাজধানীতে ২ হাজার ৩৫৯ পিস ইয়াবাসহ ৪ জন আটক
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর, কলাবাগান ও রামপুরা থেকে ২ হাজার ৩৫৯ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ১৮ হাজার ১৪৫ টাকা উদ্ধার করা হয়।
এদের মধ্যে তানজুল ইসলামকে (৩৪) মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পের ৩২ নম্বর বাসা থেকে, আলী আকবর (৩০) ও লালুকে (২২) শুক্রাবাদের ৮/এ নম্বর বাসা থেকে এবং জায়নাল আবেদিনকে (২৫) রামপুরা থেকে আটক করা হয়।
রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই ৪ জনকে আটক করে র্যাব-২।
ঘটনার সত্যতা স্বীকার করে র্যাব-২ এর অপারেশন অফিসার রায়হান উদ্দিন খান দ্য রিপোর্টকে বলেন, অনেক দিন ধরেই র্যাব তাদের নজরদারির মধ্যে রেখেছিল। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর, কলাবাগান ও রামপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
তিনি জানান, আটক ৪ জনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(দ্য রিপোর্ট/এনইউডি/এমডি/শাহ/জানুয়ারি ২০, ২০১৪)