রংপুর সংবাদদাতা : রংপুর মহানগরীর ঘাঘট নদী থেকে অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘাঘট নদীর পাড়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

রংপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ শাহাবুদ্দিন খলিফা বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আরআই/এএস/শাহ/জানুয়ারি ২০, ২০১৪)