তাহিরপুরে আগুনে চার দোকান পুড়ে গেছে

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে আগুনে চার দোকান পুড়ে গেছে। রবিবার রাত ১টার দিকে বাজারের কাঠপট্টিতে এ ঘটনা ঘটে।
শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান খানসহ এলাকাবাসী জানিয়েছেন।
আগুনে জামাল মেকানিক স্টোর, আক্তার মেকানিক স্টোর, তাবারক মেকানিক স্টোর ও রাজধানী রেস্টুরেস্ট পুড়ে যায়।
ঘণ্টাব্যাপী আগুন নিয়ন্ত্রণে এলাকাবাসী চেষ্টা করেও রক্ষা করতে পারেননি। আগুনে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন।
(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/শাহ/জানুয়ারি ২০, ২০১৪)