মান্না দে নাইট
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সদ্য প্রয়াত বাংলা গানের কিংবদন্তী শিল্পী মান্না দের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ টিভি আয়োজন করছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘মান্না দে নাইট’।
অনুষ্ঠানে সরাসরি গান গাইবেন সুজিত মুস্তাফা, শশীন মজুমদার, সুমন চৌধুরী এবং আরিফুল ইসলাম মিঠু। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সঙ্গীত শিল্পী তিমির নন্দী।
আলমগীর হোসেনের প্রযোজনায় ‘মান্না দে নাইট’ সরাসরি প্রচারিত হবে বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটে।
(দিরিপোর্ট২৪/এমএইচ/ডব্লিউএস/এমএঅঅর/অক্টোবর ৩১, ২০১৩)