নাটোরে আ.লীগ নেতা হত্যা
বিএনপি নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
নাটোর সংবাদদাতা : নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল ফটিকসহ ১২ জন এবং অজ্ঞাত ১০-১২ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই মইনুল হক চুন্নু বাদী হয়ে রবিবার রাতে সিংড়া থানায় মামলা দায়ের করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রবিবার রাতে নিহতের ভাই মইনুল হক চুন্নু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরই মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উপজেলার দড়িমহিষমারী গ্রামের সরাফত আলীর ছেলে মোমিন আলী, আহাদ আলীর ছেলে শ্যামল আলী ও বিলদহর গ্রামের মহসীন আলীর ছেলে রাব্বানীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মামলার স্বার্থে বাকিদের নাম প্রকাশ করেননি তিনি।
(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/শাহ/জানুয়ারি ২০, ২০১৪)