ইউনিয়ন ব্যাংকের শেয়ার হস্তান্তরে হাইকোর্টের নিষেধাজ্ঞা
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মালিকানাধীন নতুন প্রতিষ্ঠিত ইউনিয়ন ব্যাংকের শেয়ার হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।
কোম্পানি আইনের ৪৩ ধারায় করা আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসানের বেঞ্চ সোমবার শেয়ার হস্তান্তরে এ নিষেধাজ্ঞা জারি করেন।
আবেদনকারী গোলাম মসীহর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ড. কাজী আখতার হামিদ। এর আগে গতকাল তার পক্ষে এ আবেদন করেন একিউএম সোহেল রানা।
পরে এ বিষয়ে জানতে চাইলে আখতার হামিদ জানান, ২০১২ সালের ২২ জুলাই এরশাদের সঙ্গে গোলাম মসীহর একটি চুক্তি হয়। চুক্তিতে বলা হয়, মসীহকে ৬% শেয়ার দেওয়া হবে। তার বিপরীতে এরশাদের কাছে ৬ কোটি ৩৩ লাখ টাকা হস্তান্তর করেন।
এরপর ২০১৩ সালের ৭ মার্চ ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর শেয়ার হস্তান্তর শুরু হলেও গোলাম মসীহর শেয়ার দেওয়া হয়নি। তার শেয়ার অন্যের কাছে বিক্রি করা হয়েছে।
চুক্তি করা শেয়ার ফিরে পাওয়ার জন্য আদালতে গতকাল ১৯ জানুয়ারি এ আবেদন করেন। শুনানি শেষে আদালত নিষেধাজ্ঞার এ আদেশ দেন।
আখতার হামিদ বলেন, ‘আদেশে আদালত ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন। পরবর্তীতে আমরা আবার সময় বৃদ্ধি করব।’
আদালত বলেন, ‘শেয়ার যা হস্তান্তর হয়েছে, তা হয়েছে। কিন্তু নতুন করে যেন আর কোনো শেয়ার হস্তান্তর না করা হয়।’
(দ্য রিপোর্ট/এসএ/এমসি/শাহ/জানুয়ারি ২০, ২০১৪)