নাটোরে ফেনসিডিলসহ আটক তিন
নাটোর সংবাদদাতা : নাটোরের গুরুদাসপুর কাছিকাটা টোলপ্লাজা থেকে ২৫০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার ভোরে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান প্রধান দ্য রিপোর্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টেলপ্লাজা এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যমুনা কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের একটি পিকআপভ্যান থেকে বরইয়ের কার্টনে থাকা ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার ও চালক, হেলপার এবং ব্যবসায়ীকে আটক করা হয়।
আটকরা হলো চাঁপাইনবাবগঞ্জের মোজাম্মেল হোসেনের ছেলে ফেনসিডিল ব্যবসায়ী নাসির উদ্দিন, পিকআপ চালক বরিশালের মেহেদীগঞ্জের ইয়াকুব আলীর ছেলে কাদের ও হেলপার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মুকুল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন।
(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/জানুয়ারি ২০, ২০১৪)