দ্য রিপোর্ট ডেস্ক : বহুল আলোচিত ইরানের পরমাণু চুক্তি বাস্তবায়ন শুরু হয়েছে। ইরান তার পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি কমানো শুরু করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস নিউজ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।

এর আগে জাতিসংঘের পরমাণু বিষয়ক পর্যবেক্ষক সংস্থা আইএইএ বিষয়টি নিশ্চিত করে।

এর ফলে ইরানের ওপর আরোপিত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর নিষেধাজ্ঞা শিথিলের পথ সুগম হল। সোমবারের মধ্যেই ইরান পেট্রোকেমিক্যাল রফতানিসহ সব ধরনের বাণিজ্য পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।

গত বছরের নভেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির সঙ্গে পরমাণু চুক্তিতে পৌঁছে ইরান।

ইরান পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশে পরমানু কর্মসূচি চালাচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে পশ্চিমা বিশ্ব। তবে ইরান বরাবরই সে অভিযোগ নাকচ করে দিয়ে জানিয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশেই তারা এই পরমাণু কর্মসূচি চালাচ্ছে।

গত নভেম্বরে করা চুক্তি অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ৫ শতাংশের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে। একইসঙ্গে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ২০ শতাংশে কমিয়ে আনবে। পাশাপাশি নাতাঞ্জ ও ফর্দো পারমাণবিক স্থাপনায় পশ্চিমা পরিদর্শকদের আরো বেশি প্রবেশাধিকার দেবে।

বিনিময়ে ইরানের ওপর ২০০৬ সাল থেকে আরোপ করা নিষেধাজ্ঞা উঠে যাবে।

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এসকে/জানুয়ারি ২০, ২০১৪)