বাংলাদেশের সংগ্রহ ২৪৭
দিরিপোর্ট২৪ ডেস্ক : তামিম ইকবালের অর্ধশতকের কল্যাণে দ্বিতীয় ওযানডেতে নিউজিল্যান্ডকে জয়ের ২৪৮ রানের লক্ষ্য বেঁধে দিযেছে বাংলাদেশ।
এর আগে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মুশফিকুর রহিম। উদ্বোধনী জুটিতে দারুণ শুরুর পর তাতে ভাঙন ধরান নাথান ম্যাককালাম। এই জুটিতে ৬৩ রান আসার পর ম্যাককালাম আউট করেন ক্যারিয়ারে প্রথম ওয়ানডে ম্যাচ খেলা শামসুর রহমানকে(২৫)।
দ্বিতীয় উইকেটে তামিমের সঙ্গে জুটি গড়েন মমিনুল হক। ভয়ঙ্কর হওয়ার আগেই জুটি ভেঙে দেন অ্যান্ডারসন।ব্যক্তিগত ৩১ রানে অ্যান্ডারসনের বলে আউট হন মমিনুল।
মনিনুল আউট হওয়ার পর বাংলাদেশের ব্যাটিংয়ে প্রথম ওয়ানডের মতো ধারাবাহিকতা লক্ষ্য করা যায়নি। ক্যারিয়ারে ২৫তম অর্ধশতক পূর্ণ করে অ্যান্ডারসনের বলে বোল্ড হন তামিম (৫৮)।
জ্বলে উঠতে পারেননি মুশফিকুর রহিম ও নাঈম ইসলাম। মুশফিককে (৩১) নিশাম ও নাঈম ইসলামকে (১৬) সাজঘরে ফেরান মিলস। দুজনই ক্যাচ আউট হন।
শেষপর্যন্ত নাসির হোসেন (৩), মাহমুদউল্লাহ (২১) ও সোহাগ গাজীর ২৬ রানের সুবাদে অলউইকেট হারিয়ে ২৪৭ রান করে বাংলাদেশ।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা। এর আগে ২০১০ সালে নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে ধবলধোলাই দিয়েছিল বাংলাদেশ।
(দিরিপোর্ট২৪/সিজি/এএস/এমডি/অক্টোবর ৩১, ২০১৩)