ম্যাকসন্স স্পিনিংয়ের বোর্ড সভা ২৮ জানুয়ারি
দ্য রিপোর্ট প্রতিবেদক: স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-৩০ অনুযায়ী আগামী ২৮ জানুয়ারি, মঙ্গলবার বোর্ড সভা আহ্বান করেছে বস্ত্র খাতের ম্যাকসন্স স্পিনিং। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন বিকেল ৪টায় অনুষ্ঠেয় সভায় ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এছাড়া কোম্পানির অন্য বিষয় নিয়ে পরিচালনা পর্ষদের সদস্যরা আলোচনা করবেন। সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে (এপ্রিল’১৩-জুন’১৩) এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৪ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ০.২২ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৬৩ লাখ ২০ হাজার টাকা এবং ০.০৩ টাকা।
আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/জানুয়ারি ২০, ২০১৪)