দ্য রিপোর্ট প্রতিবেদক : যুব সংগঠন নিবন্ধন শর্ত ভঙ্গ ও মিথ্যা তথ্য সরবরাহ করলে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকার জরিমানা বিধান রেখে একটি আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

একইসঙ্গে নতুন এ আইনের অধীনে যুব সংগঠনগুলোকে নিবন্ধন দেবে যুব উন্নয়ন অধিদফতর। বর্তমানে নিবন্ধন দেওয়ার করছে সমাজ সেবা অধিদফতর।

সোমবার মন্ত্রিসভা বৈঠকে ‘যুব সংগঠন (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে ১৪ হাজারের বেশী যুব সংগঠন রয়েছে। এ আইনে নিবন্ধনের জন্য আবেদনের নিয়ম, শর্ত পালন, শর্ত ভঙ্গের শাস্তি ইত্যাদি বিষয় থাকছে। এছাড়া অনিয়মের কারণে যুব সংগঠনের বিলুপ্তি, স্বেচ্ছা বিলুপ্তির নিয়মও থাকছে খসড়া আইনে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নিবন্ধন কর্তৃপক্ষ হবেন যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক বা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত জেলা পর‌্যায়ের উপ-পরিচালক।

সরকার ইচ্ছা করলে এ আইন কার্যকর করতে বিধি করতে পারবে জানিয়ে মোশররাফ হোসাইন বলেন, সংঠনগুলোকে সহযোগীতা যুব ও ক্রীড়া মন্ত্রীকে প্রধান করে একটি জাতীয় যুব কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে আইনে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদ থাকবে।

(দ্য রিপোর্ট/আরএমএম/ এমডি/ জানুয়ারি ২০, ২০১৪)