দ্য রিপোর্ট ডেস্ক : অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ধর্ষণের শিকার হয়েছেন বাংলাদেশি দুই বোন। ভারতের আনন্দবাজার পত্রিকায় এ সংক্রান্ত একটি খবর ছাপা হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার খেদাপাড়া সীমান্তে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নদী পার হওয়ার সময় নৌকার মাঝি ও তার সহকারী তাদের ধর্ষণ করে বলে জানা গেছে। নদীর তীরেই তাদের ধর্ষণ করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে পুলিশ তাদের উদ্ধার করে বিএসএফের হাতে তুলে দেয়।

পুলিশ জানিয়েছে, তাদের বয়স ১৮ থেকে ২০ বছর। তারা চট্টগ্রামের বাসিন্দা।

বিউটি পার্লারে কাজের প্রলোভন দেখিয়ে তাদের এক কাকা তাদের ভারতে নিয়ে আসে বলে ওই দুই নারী জানিয়েছেন।

বাংলাদেশ থেকে ভারত আসার জন্য একটি নৌকায় উঠিয়ে দিয়ে চলে যায় দালালরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে আসেন। সেখান থেকে ইছামতীর পাড়ে খেদাপাড়া সীমান্তে নামেন তারা। সেখানেই তাদের মাঝি ও তার সহকারী ধর্ষণ করেন।

পরে শনিবার সন্ধ্যায় কাঁটাতারের গেট খুলে ভেতরে টহল দিতে গিয়ে দুই বোনকে পড়ে থাকতে দেখেন বিএসএফ সদস্যরা। দু’জনকে ক্যাম্পে নিয়ে আসেন তারা। স্থানীয় পঞ্চায়েত প্রধানের বাড়িতে রেখে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রবিবার সকালে তাদের গাইঘাটা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। রবিবার তাদের ডাক্তারি পরীক্ষা করানো হয়। আপাতত একটি হোমে রাখা হয়েছে তাদের। সূত্র: আনন্দবাজার

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ জানুয়ারি ২০, ২০১৪)