বিএনপির মিছিলে আটকা পড়ল রাষ্ট্রপতির গাড়িবহর!
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হাই কোর্ট-মৎস্য ভবন এলাকা দিয়ে সোমবার দুপুরে বঙ্গভবন যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীদের মিছিলের জন্য কয়েক মিনিট রাস্তায় আটকে থাকে রাষ্ট্রপতি আবদুল হামিদকে বহনকারী গাড়িবহর।
পরে পুলিশ ও রাষ্ট্রপতির ব্যাক্তিগত নিরাপত্তা বাহীনির সহযোগিতায় গাড়িবহর নিরাপধে বঙ্গভবনের উদ্দেশে রওয়ানা হয়।
এ সময় বিএনপির নেতাকর্মীরা সরকার বিরোধী এবং রাষ্ট্রপতিকে ভূয়াভুয়া বলে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এই ঘটনায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানায়, বিএনপির সমাবেসে আসা নেতাকর্মীদের চাপে রাষ্ট্রপতির গাড়িবহর আসার পূর্বে রাস্তা যানজট মুক্ত করা সম্ভব হয়নি। যার কারণে প্রেসিডেন্টের গাড়িবহর কিছুটা সময় রাস্তায় অবস্থান করে।
অন্যদিকে রাষ্ট্রপতির গাড়িবহর যাওযার আধাঘণ্টা আগে একই স্থান দিয়ে সচিবালয় থেকে কেবিনেট মিটিং শেষ করে গণভবনের উদ্দেশে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর। এ সময়ও বিএনপি নেতাকর্মীরা নানান রকম সরকার বিরোধী শ্লোগান দেয়।
এ দিকে মানিকগঞ্জ থেকে সমাবেশে আসা একটি গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে বিএনপি নেতাকর্মীরা। ঢাকা মেট্রো-জ ১৪১৮৮৯ গাড়ির ড্রাইভার মোতালেবকে মারদর করে তারা।
(দ্য রিপোর্ট/এনইউডি/এমসি/আরকে/জানুয়ারি ২০, ২০১৪)