পাবনায় ১৮ দলের ৩ নেতা গ্রেফতার
পাবনা সংবাদদাতা : হরতাল-অবরোধে নাশকতা ও প্রতিবন্ধকতা সৃষ্টির মামলায় পাবনার জামায়াত-শিবির ও বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব মণ্ডল, পাবনা শহর শিবিরের সভাপতি আরিফুল ইসলাম ও ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন বিএনপির সম্পাদক জাহাঙ্গীর আলম।
সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, ১৮ দলের বিক্ষোভ মিছিল শেষে শহরের মাসুম বাজার এলাকা থেকে জেলা জামায়াতের সেক্রেটারি ও শহর শিবিরের সভাপতিকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, পৌর সদরের রেলগেট এলাকা থেকে পাকশী ইউপি বিএনপির সম্পাদককে গ্রেফতার করা হয়।
হরতাল অবরোধে নাশকতা সৃষ্টি ও সড়কে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এএস/আরকে/জানুয়ারি ২০, ২০১৪)