চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম বন্দরে অয়েল ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কায় ডুবে গেছে একটি গমবোঝাই লাইটার জাহাজ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বন্দরের সাইলো জেটিতে এ ঘটনা ঘটে।

বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহম্মেদ জানান, ব্লু প্যাসিফিক নামের লাইটার জাহাজটি ২০ হাজার টন গম নিয়ে সাইলো জেটিতে অবস্থান করছিল। সকালে ইন্দোনেশিয়া থেকে ১০ হাজার টন পামঅয়েল নিয়ে আসা গোল্ডেন ব্লেচিং নামে একটি অয়েল ট্যাঙ্কার জেটিতে ভেড়ার সময় ধাক্কা দিলে লাইটার জাহাজটি ডুবে যায়।

জাহাজটি উদ্ধারে বন্দরকর্মীরা ঘটনাস্থলে গেছেন বলে জানান বন্দর সচিব।

দুর্ঘটনার পরও বন্দরের কার‌্যক্রম স্বাভাবিক রয়েছে উল্লেখ করে সচিব দিরিপোর্ট২৪কে আরো জানান, ঘটনার পরপরই বন্দরের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সেখানে গিয়ে জাহাজটির অবস্থান দেখেন। তারা চ্যানেলে জাহাজ চলাচলে মার্কিং করে দেন। বর্তমানে বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। বহির্নোঙ্গরে পণ্য লোড-আনলোডও স্বাভাবিক রয়েছে। পরে সুবিধাজনক সময় ডুবে যাওয়া জাহাটি উদ্ধার করা হবে।

(দিরিপোর্ট২৪/এএস/এমএআর/অক্টোবর ৩১, ২০১৩)