‘এ নির্বাচন মানি না, মানি না...’
দ্য রির্পোট প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা কী নির্বাচন হয়েছে? আপনারা কী ভোট দিতে পেরেছেন? এই নির্বাচন মানি না, মানি না।
তিনি বলেন, গুলি , গুম করে আন্দোলন বন্ধ করা যাবে না।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত গত ৫ জানুয়ারির প্রহসনের একতরফা নির্বাচন বর্জন করায় দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর গণসমাবেশে এ সব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
তিনি বলেন, জনগণের সংগ্রাম চলছে, চলবে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।
এ সময় তিনি স্লোগানে স্লোগানে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে বলতে থাকেন সংগ্রাম চলছে, চলবে। এ নির্বাচন মানি না, মানি না...।
গণসমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব:) মাহবুবুর রহমান, ড.আব্দুল মঈন খান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমদ আযম, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, ব্যারিস্টার শাহজাহান ওমর, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মো. মশিউর রহমান, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদলের সভাপতি এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, গণশিক্ষাবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব উন নবী খান সোহেল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজীব আহসান, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, সাবেক মন্ত্রী আব্দুল হাই, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।
এ ছাড়া জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বক্তব্য দেন।
১৮ দলীয় জোটে মধ্যে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম , জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান। উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
সমাবেশে উপস্থিত আছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল মান্নান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, আবুল খায়ের ভূইয়া, এবি এম আশরাফ উদ্দিন নিজান, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো.খোরশেদ মিয়া আলম, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ।
গণসমাবেশ সঞ্চালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক।
(দ্য রির্পোট/টিএস-এমএইচ/এইচএসএম/আরকে/জানুয়ারি ২০, ২০১৪)