শারাপোভার বিদায়
দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনে শুরু হয়েছে তারকা পতন। একে একে বিদায় নিচ্ছেন তারা। মার্কিন কৃষ্ণকলি ভেনাস ও সেরেনা উইলিয়ামসের পর এবার প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন রাশান তারকা মারিয়া শারাপোভা।
যদিও কোর্টের লড়াইয়ের আগে কোমরের চোটের কথা জানিয়ে ছিলেন শারাপোভা। তবে হারের জন্য চোটকে দায়ী করছেন না সাবেক এক নাম্বার। চতুর্থ রাউন্ডে তাকেই হারিয়েই পরবর্তী পর্ব নিশ্চিত করেছেন স্লোভাক তারকা দোমিনিকা চিবুলকোভা।
রোড ল্যাভার অ্যারেনায় শুরুটা নিজের মতোই করেছিলেন শারাপোভা। যথারীতি জয় পেয়েছেন ৬-৩ গেমে। কিন্তু পরের ২ সেটে তাকে খুঁজে পাওয়া যায়নি। ৪টি মেজর জয়ী শারাপোভা ৬-৪ ও ৬-১ গেমে হেরেছেন চিবুলকোভার কাছে।
শারাপোভার বিদায়ের মুহূর্তে জয় পেয়েছেন স্পেনের রাফায়েল নাদাল। র্যাঙ্কিংয়ের এক নাম্বার নাদাল ৭-৬ (৭/৩), ৭-৫ ও ৭-৬ (৭/৩) গেমে জাপানি তারকা কেই নিশিকোরিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি।
(দ্য রিপোর্ট/সিজি/আরকে/জানুয়ারি ২০, ২০১৪)