দ্য রিপোর্ট প্রতিবেদক : নিয়মানুযায়ী ১০ শতাংশের বেশি লভ্যাংশ দেওয়ায় ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে প্রিমিয়ার সিমেন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৩ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য গত ২৯ অক্টোবর প্রিমিয়ার সিমেন্ট বিনিয়োগকারীদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয়। নিয়মানুযায়ী ১০ শতাংশের বেশি লভ্যাংশ দেওয়ায় এ কোম্পানিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার থেকে ‘এ’ ক্যাটাগরির অধীনে এ শেয়ারের লেনদেন হবে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/জানুয়ারি ২০, ২০১৪)