ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ক্যাম্পাসে শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। যুব রেড ক্রিসেন্ট কেসি কলেজ শাখা এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

সোমবার দুপুর ১২টার দিকে কলেজ অধ্যক্ষ প্রফেসর বাছিত মিয়া কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপাধ্যক্ষ নাজিম উদ্দিন, যুব রেড ক্রিসেন্টের কেসি কলেজ ইউনিট প্রধান মেজবারুল করিম মাজিদ ও যুব রেড ক্রিসেন্ট শিক্ষক রহমত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। তারা শতাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

(দ্য রিপোর্ট/আরএইচ/এফএস/এমসি/সা/জানুয়ারি ২০, ২০১৪)