দ্য রিপোর্ট ডেস্ক : নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়েছে।

রাজধানী ওয়েলিংটন থেকে ১১০ কিলোমিটার দূরে ভূ-পৃষ্টের ২৮ কিলোমিটার গভীরে

সোমবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের কারণে সেখানকার ভবনগুলো কেঁপে ওঠে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। ভূমিকম্পের ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন রয়েছে। খবর সিএনএনের।

২০১১ সালের ফেব্রুয়ারি মাসে দেশটিতে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সে সময় মারা যান ১৮৫ জন। আহত হন হাজার হাজার মানুষ।

(দ্য রিপোর্ট/কেএন/এমএআর/আরকে/জানুয়ারি ২০, ২০১৪)