যশোর সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার গাজীপুরে এহতেশাম আলম নামের এক মাদক ব্যবসায়ীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান সোমবার বিকেলে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিত এহতেশাম আলম ওই গ্রামের মৃত রফিকুল আলমের ছেলে।

উপজেলা ভূমি সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান দ্য রিপোর্টকে জানান, সোমবার দুপুরে গাজীপুর গ্রামের মাদক ব্যবসায়ী এহতেশাম আলমকে একশ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। বিকেলে তাকে মাদকদ্রব্য আইনের ৭ (ক) ধারা মোতাবেক এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/জেএম/এমএইচও/সা/জানুয়ারি ২০, ২০১৪)