বেনাপোল সংবাদদাতা : বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় শিশুসহ ১৬ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।

এদের মধ্যে ৯ জন নারী, ৪ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে।

খুলনা ২৩ বিজিবি পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার সামছুল হক জানান, সোমবার সকালে

পুটখালী সীমান্তের চরের মাঠ এলাকা থেকে এদের আটক করা হয়। এদের বাড়ি যশোর, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, বরিশাল, নারানগঞ্জ, কুষ্টিয়া ও নড়াইল জেলায়। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/জেএইচ/এসবি/আরকে/জানুয়ারি ২০, ২০১৪)