এডিবি’র নতুন ভাইস প্রেসিডেন্ট
দিরিপোর্ট২৪ ডেস্ক : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট অপারেশন্স ওয়ান হিসেবে নিয়োগ পেয়েছেন ঝাং ওয়েনচাই।
তিনি ব্যাংকের দক্ষিণ এশিয়া এবং মধ্য ও পশ্চিম এশিয়া বিভাগের কার্যক্রম পরিচালনা করবেন।
তিনি বর্তমানে চীনের অর্থ মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব এক্সটার্নাল ইকোনমিক কো-অপারেশনের প্রধান। ১৯৮৯ সালের জুলাই থেকে তিনি চীনের অর্থ মন্ত্রণালয়, ঋণ প্রকল্প ব্যবস্থাপনা, কারিগরি সহযোগিতা ও প্রশিক্ষণ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বিভিন্ন উর্ধ্বতন পদে কাজ করে আসছেন।
তিনি এপ্রিল ২০০৭ থেকে সেপ্টেম্বর ২০০৯ সাল পর্যন্ত এডিবি’র নির্বাহী পরিচালক এবং ডিসেম্বর ১৯৯৩ থেকে মে ১৯৯৬ সাল পর্যন্ত বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ঝাং বেইজিং চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্স থেকে ফাইন্যান্সে পিএইচডি করেন। এর আগে তিয়ানঝিনের নান কাই ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করেন।
(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/জেএম/অক্টোবর ৩১, ২০১৩)