বগুড়ায় বৃহস্পতিবার হরতাল
বগুড়া সংবাদদাতা : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকারের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার বগুড়া জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।
বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সোমবার বিকেলে অনুষ্ঠিত জেলা ১৮ দলের শোভাযাত্রাপূর্ব সমাবেশে জেলা আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।
একই দাবিতে মঙ্গলবার জেলার পৌরসভার সকল ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে এবং বুধবার প্রতিটি উপজেলা, পৌর ও শহর কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হয়েছে।
ভিপি সাইফুল বলেন, কোনও আন্দোলন বৃথা যায়নি, এখনও যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায় করেই ছাড়বে জনগণ।
তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু করেছে সরকার। তাই বগুড়াবাসী সরকারের ষড়যন্ত্র সফল হতে দেবে না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জাগপার সভাপতি আমীর হোসেন মণ্ডল, এলডিপির সভাপতি মোখলেছুর রহমান, ইসলামী ঐক্য জোটের সভাপতি শামছুল হক, বিএনপি নেতা মো. শোকরানা, মাহবুবুর রহমান বকুল, মাফতুন আহমেদ খান রুবেল প্রমুখ।
(দ্য রিপোর্ট/এএইচ/এমএইচও/এমএআর/জানুয়ারি ২০, ২০১৪)