সিরাজগঞ্জে মোটরসাইকেল চালক খুন
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চালক সেলিমকে খুন করে তার মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
তিনি উল্লাপাড়া উপজেলার রামাইল গ্রামের জব্বার সরকারের ছেলে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান দ্য রিপোর্টকে জানান, সোমবার দুপুরে মোহনপুর ইউনিয়নের নতুনপাড়ার সরিষার ক্ষেতে সেলিমের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পায়ের দুটি রগ কেটে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী জানায়, রবিবার রাতে উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা থেকে যাত্রীবেশে কয়েক যুবক সেলিমের মোটরসাইকেল ভাড়া নিয়ে এলাংজানির উদ্দেশে রওনা দেয়। এরপর সেলিম আর বাড়িতে ফেরেনি।
(দ্য রিপোর্ট/আরএ/এমএইচও/এসবি/এনআই/জানুয়ারি ২০, ২০১৪)