পাবনায় মঙ্গলবার জামায়াতের হরতাল
পাবনা সংবাদদাতা : জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব মণ্ডল ও শহর শিবিরের সভাপতি আরিফুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম মুঠোফোনে সোমবার দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের এ হরতাল ডাকার কথা জানান।
তিনি জানান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব ও শহর শিবিরের সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে এই হরতাল আহ্বান করা হয়েছে।
হরতাল অবরোধে নাশকতা সৃষ্টির মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব মণ্ডল ও শহর শিবিরের সভাপতি আরিফুল ইসলামকে সোমবার দুপুরে গ্রেফতার করে পুলিশ।
(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এনআই/জানুয়ারি ২০, ২০১৪)