রাজশাহীতে জামিনে মুক্ত সর্বহারা আসামি
রাজশাহী সংবাদদাতা : প্রায় ৯ বছর পর রাজশাহীর বাগমারা উপজেলার সর্বহারা দলের সদস্য ও একাধিক হত্যা মামলার আসামি আব্দুর রাজ্জাক বাবু ওরফে আর্ট বাবু জামিনে মুক্তি পেয়েছেন।
উচ্চ আদালত জামিন দেওয়ায় রবিবার রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আব্দুল্লাহেল ওয়ারেস দ্য রিপোর্টকে জানান, দুটি মামলায় জামিনে ছিলেন আর্ট বাবু। রবিবার অপর দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিনের কাগজপত্র রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
জানা গেছে, আর্ট বাবুর বিরুদ্ধে বাগমারার আলোকনগর স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক মাওলানা রেজোয়ানুল বারী মনাক্কা, বাগমারা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ মরু ও তাহেরপুর পৌরসভার চেয়ারম্যান আলো খন্দকার হত্যা মামলা রয়েছে। ২০০৪ সালে ঢাকা থেকে জুয়েল নামে এক সহযোগিসহ আর্ট বাবুকে পুলিশ গ্রেফতার করে। এরপর থেকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএইচও/জানুয়ারি ২০, ২০১৪)