রংপুর-৬ থেকে স্পিকারের মনোনয়নপত্র উত্তোলন
রংপুর সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছেন স্পিকার ড. শিরিন শারমিন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সোমবার বিকেলে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জানা যায়, স্পিকার শিরিন শারমিনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসুরের ছেলে এবং তার ভাতিজা রংপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম ছায়াদত হোসেন বকুল। বকুল পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালপুর ও পীরগঞ্জ আসন থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তী সময়ে তিনি পীরগঞ্জ আসনটি ছেড়ে দেন। নির্বাচন কমিশন ওই আসন পরে শূন্য ঘোষণা করে।
(দ্য রিপোর্ট/আরএইচআর/এমএইচও/এমএআর/জানুয়ারি ২০, ২০১৪)