দিরিপোর্ট২৪ প্রতিবেদক : গৃহকর্ত্রীর হাতে নির্মমভাবে নির্যাতিত আদুরীর শারীরিক অবস্থার অভাবনীয় উন্নতি হয়েছে। দ্রুতই তাকে মা-বাবার কাছে হস্তান্তর করা হবে। অল্প সময়ে তার এই শারীরিক ও মানসিক উন্নতিতে চিকিৎসকরা সন্তোষ প্রকাশ করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসির সমন্বয়কারী ডা. বিলকিস বেগম বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের বলেন, ‘আদুরী এখন প্রায় ৯০ ভাগ সুস্থ। তবে সে পুরোপুরি সুস্থ নয়। তাই আজ হস্তান্তরের কথা থাকলেও তাকে হস্তান্তরে সপ্তাহ খানেক দেরি হবে।’

তিনি বলেন, ‘আদুরীর ওজন ৮ কেজি বৃদ্ধি পেয়েছে। তার অধিকাংশ ক্ষত শুকিয়ে গেছে। তবে দাগ রয়ে গেছে। দ্রুতই সে উন্নতি করায় আমরা খুশি।’

ডা বিলকিস বেগম আরও জানান, ‘আদুরীকে আমরা যখন পেয়েছি, তখন তার মাথায় পোড়া দাগ ও মাথার হাড় ভাঙা ছিল। দুইপাসহ সারা শরীরে অসংখ্য ছ্যাঁকা ও মারের দাগ ছিল।’

উল্লেখ্য, পল্লবীর ডিওএইচএস সংলগ্ন ডাস্টবিন থেকে ২৩ সেপ্টেম্বর বিকেলে গুরুতর আহত অবস্থায় আদুরীকে উদ্ধার করে পুলিশ। পল্লবী থানা পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান আদুরীর অবস্থা দেখে মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দেন। তার অবস্থার আরও অবনতি হলে তাকে ওসিসিতে পাঠানো হয়েছিল।

(দিরিপোর্ট২৪/সোহেল/আইজেকে/এএস/এমডি/অক্টোবর ৩১, ২০১৩)