বান্দরবানে বিএনপির মিছিলে পুলিশি বাধা
বান্দরবান সংবাদদাতা : বান্দরবানে বিএনপির দু-গ্রুপের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং শহরে মিছিল বের করেন। এ ছাড়া জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরীর নেতৃত্বে শহরে পৃথক মিছিল বের করা হয়।
শহরের চৌধুরী মার্কেটের সামনে মাম্যাচিংয়ের নেতৃত্বে মিছিলটি এলে পুলিশ বাধা দেয়। অন্যদিকে, পৌর শপিং কমপ্লেক্সের সামনে জেরীর নেতৃত্বে মিছিলটি এলে পুলিশ তাতেও বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
পরে পৃথক সমাবেশে বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, প্রহসনের নির্বাচনের সরকার কখনও বৈধ হতে পারে না। আর অবৈধ সরকার দিয়ে কোনও রাষ্ট্র চলতে পারে না।
তারা বলেন, দেশের জনগণ ৫ জানুয়ারির একতরফা নির্বাচন বর্জন করে ভোট দেয়নি। ভোট চুরির মাধ্যমে ভোটের পার্সেন্টেজ বাড়ানো হয়েছে। তাই অবৈধ সরকার বাতিল করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানান তারা।
(দ্য রিপোর্ট/এএস/এমএআর/জানুয়ারি ২০, ২০১৪)