ঝিনাইদহে অস্ত্র-ককটেলসহ আটক এক
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ শহরের ব্যাপারি পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ককটেলসহ পিচ্চি আলিমকে আটক করেছে র্যাব। সোমবার রাত ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়।
র্যাব-৬ এর স্কোয়াডন লিডার ফয়সাল আহমেদ দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী পিচ্ছি আলিমের বাড়িতে অভিযান চালোনো হয়। এ সময় তার বাড়ি থেকে পাঁচটি তাজা ককটেল, একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানা হেফাজতে দেওয়া হয়।
তিনি আরও জানান, আলিমের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।
(দ্য রিপোর্ট/আরএইচ/এমএআর/জানুয়ারি ২০, ২০১৪)